হ্যাঁ, ঠিকই পড়েছেন। ডিটারজেন্ট দিয়েই হবে এবার হ্যান্ড সেনিটাইজার। বাংলাদেশের আইসিডিডিআরবি বা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ডিটারজেন্ট দিয়ে হ্যান্ড সেনিটাইজার বা হাত জীবানুমুক্ত করার এমন একটি প্রদ্ধতি আবিষ্কার করেছেন। যে কেবল অর্থ সাশ্রয়ী ই নয়, বরং প্রচলিত যেসব হ্যান্ড সেনিটাইজার, সাবান বা লিকুইড সাবান রয়েছে তার চাইতে অধিক কার্যকর।
বিশ্ব স্বাস্থ সংস্থা বা হু ২০ সেকেন্ড ধরে বারবার নিজের হাত ধোয়ার পরামর্শ দিয়েছে। কিন্ত এভাবে এভাবে স্যানিটাইজার/সাবান দিয়ে হাত ধোয়াটা অনেকটা ব্যয়বহুল। ফলে ইচ্ছে থাকলেও অনেকে বারবার হাত ধুতে পারেন না।
মূলত তাদের কথা চিন্তা করেই আইসিডিডিআরবি এমন একটি প্রদ্ধতি উদ্ভাবন করেছে যা দিয়ে খুব কম খরচেই আপনি হাত ধোয়ার কাজটি সারতে পারেন। আইসিডিডিআরবি উদ্ভাবিত এই জীবানুনাশক এর নাম ‘সোপিওয়াটার‘। ক্ষার বেশী থাকায় অনেক ক্ষেত্রেই এটি সাবান এর চাইতে বেশী কার্যকরী। তবে ডিটারজেন্ট আর পানি মেশালেই হলো না। তার জন্যে প্রয়োজন সঠিক অনুপাত।
আর এই অনুপাত হলো দেড় লিটার পানিতে চার চা চামচ ডিটারজেন্ট।
বাজারের যে কোন ডিটারজেন্ট দিয়েই এই সোপিওয়াটার বানানো যাবে। আইসিডিডিআর’বি এর সহকারী বিজ্ঞানী ডা. নূহু আমিন বলেন, ” বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাকে একটি ড্রাফট পাঠিয়ে এ বিষয়টি অনুমোদন দিয়েছে।এই পদ্ধতি করোনার জন্য যথেষ্ট কার্যকর। সাবানের চেয়ে এটির কার্যকর বেশি কারণ এতে ক্ষারের পরিমাণ বেশি থাকে।”
উদ্ভাবক দলের হিসাব অনুয়ায়ী, চার চামচ ডিটারজেন্টের দাম ৪ থেকে ৫ টাকা। প্রতি বার হাত ধুতে দরকার ৩০ মি.লি. সোপিওয়াটার। সেক্ষেত্রে দেড় লিটার দিয়ে ৪’শ বারেরও বেশি হাত ধোয়া সম্ভব।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইতিমধ্যে এই প্রদ্ধতিতে হাত ধোয়ার এ ব্যবস্থা চালু করা হয়েছে। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশেও শুরু হয়েছে এর ব্যবহার। আইসিডিডিআর’বি আশা করছে, ওরস্যালাইনের মতোই আরেকটি জীবন রক্ষাকরী সাশ্রয়ী উদ্ভাবন হবে এই ‘সোপিওয়াটার’।