যারা বাড়ির বাইরে অপ্রয়োজনে বের হয়ে সমস্যা তৈরী করবে তাদের দেখামাত্রি গুলির নির্দেশ দিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে । বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই নির্দেশ দেন।
ফিলিপাইনে সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আজ (২ এপ্রিল,২০২০) এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ফিলিপাইনে মোট আক্রান্তের সংখ্যা ২৩১১ এবং মারা গেছে কমপক্ষে ৯৬ জন।
ফিলিপাইনে এই প্রাদুর্ভাব সবচেয়ে বেশী দেখা গেছে ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজানে। সম্প্রতি দেশটির সরকার ঐ দ্বীপটি লকডাউন ঘোষনা করে কিন্ত ওখানকার স্থানীয় জনগণ লকডাউনকে কোন পাত্তা না দেয়ায় দেশটির প্রেসিডেন্ট এই কঠোর সিদ্ধান্ত দেন ।
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, ‘সবার জন্য এটা একটা সতর্কতা। বর্তমানের এই সংকট কালে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। তা না হলে ভাইরাসটি প্রতিরোধে করা যাবে না।’
তিনি আরও বলেন, আমি পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছি, যদি কেউ বাড়ির বাইরে বের হয়ে সমস্যার তৈরি করে এবং তাদের জীবন ঝুঁকিতে থাকে তাহলে তাদেরকে দেখামাত্রই গুলি করুন।’