বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম উসুই প্রু মারমা।
পুলিশ জানায়, মধ্যরাতে উসুই প্রু মারমা ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে একদল সন্ত্রাসী ঘর থেকে ডেকে গুলি করে হত্যা করে। ভোর রাতে তার লাশ থানায় নিয়ে আসি। কারা ঘটনার সঙ্গে জড়ির এখনও সেটি বলা সম্ভব হচ্ছে না। তবে ওই এলাকাটি সন্তু লারমা জেএসএস এর নিন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।
নিহত উসুই প্রু মারমার স্ত্রী জানায়, মধ্যরাতে ৭-৮ জন বাসার দরজা ভেঙে বাসায় প্রবেশ করে এবং বাসা থেকে ১ কিলোমিটার দূরে নিয়ে তাকে তিন রাউন্ড গুলি করে হত্যা করে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।