লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে শর্টগানের গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় এক বিজিবিসদস্যসহ পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিএসএফ লালমনিরহাট সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা চালায়। তাতে স্থানীয় বাংলাদেশীরা বাধা দেয়।
সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা অনেকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন, বিএসএফ অনেক দিন ধরেই ভারত থেকে বাংলাদেশ সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন রোগীদের বাংলাদেশে পুশ ইন করছে।
আজকে স্থানীয়রা বাধা দেয়ায় বিএসএফ ক্ষিপ্ত হয়ে গুলি বর্ষনের ঘটনা ঘটায়। আজ (২৩ এপ্রিল) সন্ধ্যার পর থেকে সীমান্ত এলাকায় বিএসএফ শক্তি বৃদ্ধি করেছে। একই সাথে গ্রামবাসীর পাশাপাশি বিজিবিও সতর্ক অবস্থায় রয়েছে।
এলাকায় এখন থম্থমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও সীমান্ত এলাকার লোকজন জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে ভারতের চ্যাংরাবান্ধা ক্যাম্পের ২৫ সদস্যের বিএসএফ সদস্যের একটি দল বুড়িমারী-চ্যাংরাবান্ধা জিরোপয়েন্টের অভিবাসন চৌকির পাশ দিয়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।
এ সময় বিএসএফের দলটি বাংলাদেশ সীমান্তের কমপক্ষে ১০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে।
বিএসএফ সদস্যদের এবং মানসিক ভারসাম্যহীন রোগীর অনুপ্রবেশ দেখে স্থানীয় লোকজন এবং জিরো পয়েন্টে কর্মরত বিজিবির সদস্যরা এতে বাধা দেন।
বাধার মুখে বিএসএফের ঐ দলটি ঐ মানসিক ভারসাম্যহীন রোগীকে নিয়ে ভারতের সীমান্তের অভ্যন্তরে চলে যায়।
কিন্ত কিছুক্ষন পরেই অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ৭০ থেকে ৮০ জনের বিএসএফ সদস্যের একটি দল পুনরায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে তাতে আবারো বাধা দেন স্থানীয়রা এবং বিজিবি সদস্যরা। পরে বিএসএফ সদস্যরা সীমান্তবাসী এবং বিজিবির সদস্যদের উপর অন্তত আট রাউন্ড গুলি ছুড়ে ভারতের সীমান্তের অভ্যন্তরে ঢুকে পড়ে।
এই ঘটনায় বিএসএফের ছোঁড়া শর্টগানের গুলিতে বুড়িমারী ক্যাম্পের বিজিবি সদস্য খোকন মিয়াসহ পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহত অপর ব্যক্তিরা হলেন বুড়িমারী এলাকার ফিরোজা বেগম, আজিজুল ইসলাম, মো. আরেফ হোসেন ও মো. রশিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও বুড়িমারী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম বলেন, ‘বিএসএফ ভারত থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আমাদের দেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে নিরস্ত্র গ্রামবাসীর ওপর তারা গুলি চালায়।’
রাত সাড়ে আটটার দিকে রংপুর ৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে এখন উত্তেজনা বিরাজ করছে তবে আমরা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছি’।