আগামী ২৫ এপ্রিল শেষ হবে চতুর্থ ধাপে বাড়ানো সাধারণ ছুটির মেয়াদ। কিন্তু দেশে করোনা রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এবং করোনায় মৃতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এই ছুটির মেয়াদ দীর্ঘায়িত হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রনালয় এবং মন্ত্রীপরিষদ বিভাগের বিশ্বস্ত বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, আগামী ঈদ পর্যন্ত বাড়ানো হতে পারে সরকারী ছুটি।
তবে, আরেকটি সূত্র জানায়, আপাতত পঞ্চম ধাপে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটির ঘোষণা আসতে পারে শীঘ্রই। সেই সঙ্গে সাপ্তাহিক দুটো ছুটি শনিও রবিবার অর্থাৎ ১ও ২ মে দুদিন ছুটির পর ৩ মে সরকারি-বেসরকারি অফিস খোলার সম্ভাবনা রয়েছে।
গত বৃহঃস্পতিবার পুরো বাংলাদেশকে ঝুকিপূর্ণ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তার ফলে এটা মোটামুটি স্পষ্ট এখনই অফিস আদালত খুলে আপাতত কোন ঝুঁকি নিবে না সরকার। তাই যথেষ্ঠ সম্ভাবনা আছে পুনরায় ছূটি বাড়ানোর ব্যাপারটি। আর ছুটি বাড়ানো ছাড়া তেমন কোন বিকল্প খোলা নেই সরকারের হাতে।
সরকারের দায়িত্বশীল অনেক কর্মকর্তাই জানিয়েছেন, করোনার কারনে দেশের অর্থনীতি স্থবির হয়ে গেছে। কমে গেছে রফতানী আয়, কমে গেছে রেমিট্যান্স। থমকে আছে উতপাদন। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে নিম্ম আয়ের মানুষেরা। এমন একটি পরিস্থিতিতে পড়ার মতো আগে থেকে কোন প্রস্ততিও ছিল না, তাই ধাক্কা তা ব্যাপক। কিন্ত সবার উপর দেশের মানুষের জীবন। মানুষের জীবন বাঁচানোই এখন সরকারের হাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তার জন্যে ছুটি বাড়ানো হতে পারে ঈদুর ফিতর পর্যন্ত। তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে সরকারের প্রজ্ঞাপন জারির পর।