ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি জানিয়েছেন মাত্র ৫ সেকেন্ডেই কোন ধরনের রক্তপরীক্ষা করা ছাড়াই করোনাভাইরাস শনাক্ত করা যাবে তাদের আবিষ্কৃত যন্ত্র দিয়ে।
আজ বুধবার (১৫ এপ্রিল ২০২০) এমন একটি যন্ত্র তৈরীর ঘোষণা দিয়েছে ইরান। মুলত চৌম্বকীয় ক্ষেত্র কাজে লাগিয়ে এই যন্ত্রটি নিজের একশ মিটারের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত করতে পারবে। এমনকি কোন ধরণের রক্তপরীক্ষার ও প্রয়োজন হবে না।
মেজর জেনারেল হোসেইন সালামী আরো বলেন , তাদের পরীক্ষার এই যন্ত্রটি ৮০% সঠিক বলে প্রমানিত হয়েছে। এবং একই সাথে তারা আরো পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে আরো নির্ভূল ভাবে কীভাবে শনাক্ত করতে পারে।
খবর ইরনা, উর্দু পয়েন্ট, আইএফপি নিউজ।