ওয়ারি, নাইজেরিয়াঃ করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধের লক্ষ্যে লকডাউন অমান্য করার অভিযোগে একজন নাইজেরিয়ান ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ এবং একজন সংসদ সদস্য শুক্রবার জানিয়েছেন।
নাইজেরিয়া ভাইরাস সংক্রমন রোধের জন্য বড় শহরগুলির লকডাউন সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে নাইজেরিয়ায় ১৮৪ জন করোনায় আক্রান্ত, এদের মধ্যে দু’জনের অবস্থা মারাত্মক।
সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় ডেল্টা রাজ্যের তেল শহর ওয়ারির বাসিন্দা জোসেফ পেসু নিহত হয়েছেন।
রাজ্যের পুলিশের মুখপাত্র অনোম ওনোওকপোয়েয়া জানিয়েছেন, “এই ঘটনায় উত্তেজিত জনগণ রাস্তায় আগুন ধরিয়ে দেয়, এবং পরে পুলিশ তাদের নিবৃত করে।”
বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে এই এলাকার প্রতিনিধিরা এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানান।
সেনাবাহিনী প্রধান ওভি ওমো-এজেজ বলেছেন, যে পেসুকে গুলি করে যে সেনা সেনা তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওখানকার স্থানীয় সাংবাদিক নেতারা বিবৃতিতে বলেছেন, “বাসায় থাকার নির্দেশনা মেনে চলার মাত্রা পর্যবেক্ষণ করতে যাওয়া সাংবাদিকদের উপরও সেনা সদস্যরা হামলা চালিয়েছে। “