সারা বিশ্বজুড়েই করোনা ভাইরাস তার দাপট দেখিয়েই চলছে। বিশ্বের মোটামুটি সব দেশেই পৌছে গেছে এই ভাইরাসের বিস্তার। ইউরোপ, এমেরিকা, চায়না থেকে শুরু করে এমাজনের গহীন বনের এক আদিবাসীর শরীরেও এর অস্তিত্ব ছড়িয়ে পড়েছে।
আজ করোনার সংখ্যা দশ লক্ষ ছাড়িয়েছে একই সাথে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ হাজার।
করোনায় আক্রান্তে সবার চেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ২, ৩৫ , ৭৮৭ জন করোনা রোগী নিয়ে সবার শীর্ষে এই দেশটির অবস্থান। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেবল একদিনেই যুক্তরাষ্ট্রে ২০,৭৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আর এই করোনার প্রভাবে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে ইতালী, স্পেন, ইরান, যুক্তরাজ্য সহ বহু দেশ। ইতালীতে আজ একদিনেই মৃত্যু হয়েছে ৭৬০ জনের আর স্পেন এ ৭০৬ জনের।
এদিকে পাশের দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩৪১ জন, মৃতের সংখ্যা ৬৮। কেবল একদিনেই দেশটিতে মারা গেছে ১০ জন।
বাংলাদেশে সরকারী হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ এবং মৃতের সংখ্যা ৬।