প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসন মিলে সারাদেশে ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করার। এই কমিটির দায়িত্ব হবে, প্রকৃত দুর্দশাগ্রস্তদের চিহ্নিত করে তালিকা তৈরি করার।
প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নির্দেশনা দেন।
এ সময় সেখানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা,দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, ত্রাণ কমিটি ত্রাণ বিতরণের জন্য স্বেচ্ছাসেবক দিবে। আর কমিটি যে তালিকা দেবে, প্রশাসনের দায়িত্ব হবে তা যাচাই করা। দলমত নির্বিশেষে ত্রান পেতে কেউ যেনো বাদ না যায় সে নির্দেশ দেন তিনি। কমিটির নির্দেশে স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেবে।
তিনি আরও বলেন, বর্তমানে ৫০ লাখ লোককে রেশন দেয়া হচ্ছে, যা আরও ৫০ লাখ বাড়ানো হবে। এদের জন্য প্রয়োজনে রেশন কার্ড করা হবে।