

জামালপুরঃ আজ (১২ এপ্রিল ২০২০) দুপুরে জামালপুর জেলার পৌরসভার মুন্দবাড়ি এলাকায় ত্রাণের চাল ও আলু লুট করে নিয়ে গেছে ত্রান না পাওয়া হতদরিদ্ররা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জামালপুরের সিংহজানী খাদ্য গুদাম থেকে একটি ট্রাক বানিয়া বাজারের দিকে যাচ্ছিলো। উদ্দেশ্য ছিল, পৌরসভার ২,৪ ও ৬ নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে ত্রান বিতরন। ঐ ট্রাকটিতে ত্রানের ১০ কেজি ওজনের ৬০০ প্যাকেট চাল আর ৩ কেজি ওজনের ৬০০ প্যাকেট আলু।
ট্রাক যাওয়ার পথে মুকুন্দবাড়ী এলাকায় ট্রাক আতকায় স্থানীয় হতদরিদ্ররা। ট্রাক আটকিয়েই তারা চাল আলু লুট শুরু করে। ঘটনার পরে ত্রান সামগ্রী বহনকারী ট্রাকটিও দ্রুত এলাকা প্রস্থান করে।
লুট কারীদের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন জায়গায় বার বার ধর্ণা দিয়েও ত্রান পাননি তারা। একই সাথে ত্রান বিতরনে নানা অভিযোগ করেন তারা। অনেকটা বাধ্য হয়েই এমন কাজ করতে হয়েছে এমনটাই জানা গেছে।
এ বিষয়ে পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণির সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।