ত্রান নিয়ে দুর্নীতি করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থাকলেও দেশের এই ভয়াবহ দুর্যোগ এর সময় ত্রান চুরিতে পিছিয়ে নেই স্থানীয় জনপ্রতিনিধি, ডিলার ও সরকারদলীয় নেতা কর্মীরা। কিন্ত এই চুরির বিরুদ্ধে প্রশাসনও বেশ শক্ত অবস্থানে রয়েছে। গত কয়েকদিনে প্রশাসনের হাতেই চুরি হওয়া চাল জব্দ হয়েছে। মামলা হয়েছে অনেকগুলো। পলাতক রয়েছেন অনেকে।
স্থানীয় প্রশাসন, সাংবাদিকদের দেয়া তথ্যানুসারে আমরা সাজিয়েছি এই ত্রানের চাল চুরির টাইমলাইন। আমাদের পাওয়া তথ্য ছাড়াও হয়ত দেশের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে। কিন্ত তা এই টাইমলাইন বা সময়প্রবাহে নেই।
৩০ মার্চ ২০২০ঃ
- পটুয়াখালী এর কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ১০ বস্তা বা ৫০০ কেজি চাল চুরি করেন। গ্রেপ্তার হন ইউপি চেয়ারম্যান মনির হোসেন, চেয়ারম্যানের প্রতিনিধি বশির শিকদার ও সোহাগক।
২ এপ্রিল ২০২০ঃ
- নওগাঁর রাণীনগর এলাকায় কালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আয়াত আলী (৬০) এর বাড়ি থেকে ৩৩৮ বস্তা বা ১৬৯০০ কেজি সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।
- ময়মনসিংহের ত্রিশালে ডিলার আবু খালেকের বিরুদ্ধে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি’র ১৬ বস্তা বা ৮০০ কেজি চাল চুরির অভিযোগ পাওয়া যায়।
৩ এপ্রিল ২০২০ঃ
- সিলেটের কাউন্সিলর এ কে এ লায়েকের মুন্সিপাড়া বাসা থেকে ১২৫ বস্তা বা ৫০০০ কেজি চাল উদ্ধার করা হয়।
- বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজারের ডিলার তারিকুল ইসলাম তারেকের দোকানে অভিযান চালিয়ে পুলিশ ১৮ বস্তা বা ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার করে।
- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ৫৫০ বস্তা বা ২৭,৫০০ কেজি চাল চুরির প্রমাণ পাওয়া যায়।
- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এস এম রুপমের বিরুদ্ধে ১৩ বস্তা বা ৬৫০ কেজি চাল চুরির অভিযোগ পাওয়া যায়। (ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহনা বেগম এ ঘটনার প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যানের ভাই ডিলার মশিউর রহমান ওই মহিলা সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মী শাজাহান আলী কে মারধর করেন। )
৪ এপ্রিল ২০২০ঃ
- যশোরের মণিরামপুর উপজেলায় পৌর এলাকার বিজয়রামপুরের ভাই ভাই রাইস মিলের গুদাম থেকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের সরকারি গুদাম থেকে চুরি হওয়া ৫৫৫ বস্তা বা ২৭,৫০০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
৬ এপ্রিল ২০২০ঃ
- ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের বাড়ি থেকে ত্রাণের ৫০ বস্তা বা ২৫০০ কেজি চাল উদ্ধার করা হয়।
৭ এপ্রিল ২০২০ঃ
- যশোর শহরতলীর শানতলায় এক গুদামে অভিযান চালিয়ে সরকারি ৮০ বস্তা বা ৪০০০ কেজি চাল জব্দ করেছে স্থানীয় ডিবি পুলিশ।
- যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শঙ্করপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইজান চুরি করেন ১ বস্তা বা ৫০ কেজি চাল।
- নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ ত্রাণের ১৩ বস্তা বা ৬৫০ কেজি চাল চুরি করে।
- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর ও তার শ্যালক আনোয়ার হোসেন ৭ বস্তা বা ৩৫০ কেজি চাল চুরি করেন।
- জয়পুরহাটের গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ডিলার মো. ওয়াজেদ হোসেন ১০০ বস্তা বা ৫০০০ কেজি চাল আত্মসাৎ করেন।
- বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজিউল হক গাজী ২৮৮ বস্তা বা ১৪,৪০০ কেজি চাল চুরি করেন।
- বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ উঠে। জেলেদের জন্য বরাদ্দকৃত চাল সরিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান স্থানীয় সাংবাদিক সাগর চৌধুরী। এ অপরাধে সাংবাদিক সাগরকে শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দেন জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার। পরে অবশ্য সাগর চৌধুরীকে নির্যাতনের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে গ্রেপ্তার করেছে।
- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক সদস্যের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ পাওয়া যায়। জাটকা রক্ষা কর্মসূচির আওতায় কর্মহীন নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।৭ এপ্রিল একাধিক জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় সেখানে চাল বিতরণ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ও ইউপি সদস্য উত্তম কুমার দাস। তারা নিয়ম লঙ্ঘন করে ৪০ কেজি করে না দিয়ে ৩৫ কেজি করে চাল দেন। ওই চাল বিতরণ বাবদ তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করেন। এছাড়া নিবন্ধিত অনেক জেলেকেই চাল দেওয়া হয়নি।
৯ এপ্রিল ২০২০ঃ
- নরসিংদীর রায়পুরায় ৩০০ কেজি চাল বিক্রির দায়ে মিস্টার নামে এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করে ভ্রাম্যমাণ আদালত।
- নাটোরের সিংড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আউয়াল হোসেন স্বপন (৩৮) ও চাল ব্যবসায়ী শারুপাড়া গ্রামের রহমত আলী (৬২) ১৪৪০ কেজি সরকারি চাল চুরি করেন।
- সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছায় ডিলার মোজাফ্ফর হোসেন ৬৫ বস্তা বা ৩২৫০ কেজি চাল চুরি করেন।
১১ এপ্রিল ২০২০ঃ
- ত্রাণের অনিয়ম নিয়ে ফেইসবুকে স্ট্যটাস দেয়ায় ফেনীতে জেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান নির্দেশে মো. ওমরের (২৯) নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে আহত করার ও ফার্মেসি ভাংচুর এর অভিযোগ উঠেছে।
- জামালপুর জেলার তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফা ১২৬ বস্তা বা ৬৩০০ কেজি চাল চুরি করেন।