করোনা ভাইরাসের প্রভাব সবখানেই পড়েছে। বাদ যায় নি শিক্ষা খাত ও। স্কুল, কলেজ ইউনিভার্সিটি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে অনেক আগেই। এই মাসেই এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এইচএসসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয় এর বিশ্বস্ত সূত্র।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ অথবা কালকের ভেতর এ প্রকাশিত হয়ে যাবে।
তবে এই মাসে না হলেও এইচএসসি পরীক্ষা কবে হবে তা এখনো স্পষ্ট কিছু জানায় নি শিক্ষা মন্ত্রনালয়। তারা জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষন করেই পরবর্তী সিদ্ধান্ত দেয়া হবে।
এদিকে সারা পৃথিবীজুড়ে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ১০, ৩০, ১৮১ জন। এবং মৃত্যুবরন করেছে ৫৪,১৯৭ জন।