ঢাকা কেন্দ্রীয় কারাগারের কমপক্ষে ১২ কারারক্ষীর করোনা শনাক্ত হয়েছে বলে ডয়চে ভেলে কে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান। তিনি আরো জানান, হাসপাতালে চিকিৎসাধীন বন্দীদের সাথে দায়িত্বপালনকালে এই কারারক্ষীরা আক্রান্ত হন।
‘নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরাতন কারাগারের কোয়ার্টারে প্রায় দুইশ কারারক্ষী থাকেন৷ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে কারাবন্দিরা ভর্তি হলে সেখানে পালা করে দায়িত্ব পালন করেন এখানকার কারারক্ষীরা৷
তবে জেলার মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন যে, এখনো পর্যন্ত কোন বন্দী করোনায় আক্রান্ত হয় নি।
আক্রান্ত ১২ কারারক্ষীর মধ্যে নয় জন মুগদার একটি হাসপাতালে, দুইজন কেরাণীগঞ্জে এবং একজন মিরপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
আক্রান্ত কারারক্ষীদের সবাই শারীরিক ভাবে সুস্থ আছেন।
এদিকে সারাদেশে একদিনে করোনায় শনাক্ত হয়েছে ৬৪১ জন। করোনায় মোট আক্রান্ত ৭,১০৩ জন। সুস্থ হয়েছেন ১৫০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৩ জনের।
যারা নতুন করে মারা গেছেন, তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন নারী। ছয়জন ঢাকার বাসিন্দা এবং দুজন ঢাকার বাইরের। বয়সের দিক থেকে চারজন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব এবং দুজন ত্রিশোর্ধ্ব।