ওই যুবকের সন্ধানে পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর দক্ষিণখান থানা এলাকায় মাইকিং করা হচ্ছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে দক্ষিণখান থানার আওতাধীন আশকোনা উত্তর পাড়া এলাকা থেকে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া এক যুবক পলাতক রয়েছেন। তাকে খুঁজতে এলাকায় মাইকিং করছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে এখন আতংক বিরাজ করছে।
পুলিশের উত্তরা বিভাগে এডিসি হাফিজুর রহমান রিয়েল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।