দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ১৮২ জন, এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮০৩। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আক্রান্তের মধ্যে জেলা সিভিল সার্জন, পুলিশ, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, এম্ব্যুলেনস ড্রাইভার, ডাক্তার সহ অনেকেই রয়েছেন। করোনার বিস্তারকে যেনো কোন ভাবেই নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না।
ঢাকা এবং নারায়নগঞ্জে সংক্রমনের হার সবচেয়ে বেশী।এছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে মোট বাড়ি ফিরে গেছেন মোট ৪২ জন।
বাড়ী ফিরে যাওয়া দের মধ্যে মাদারীপুরে একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। যা বাংলাদেশে প্রথম।
স্বাস্থ্য মন্ত্রী আরো জানান, আগের দিনের চেয়ে ৩৮% বেশি নমুনা সংগ্রহ করেছেন।