চাঁদপুরঃ চাঁদপুরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চাঁদপুর জেলার মতলব উত্তরে চাঁদপুরের প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। আক্রান্ত রোগীর বয়স ৩২। ঐ রোগী চাঁদপুরে শনাক্ত হলেও উনি মূলত রংপুরের বাসিন্দা। সম্প্রতি চাঁদপুরের মতলবে শ্বশুরবাড়ি বেড়াতে এসে শনাক্ত হোন।
বৃহস্পতিবার রাতে করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ। তিনি বলেন, গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন ৩২ বছরের এই ব্যক্তি। আসার পর থেকেই তার মাঝে জ্বর, শুকনো কাশি দেখা যায়।
পরে গত বুধবার মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামে গিয়ে স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করে। পরে তা আইইডিসিআরে পাঠানো হয়। বৃহস্পতিবার আইইডিসিয়ার থেকে পাওয়া রিপোর্টে দেখা যায় উক্ত লোকের করোনা পজেটিভ।
অনুসন্ধানে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি মূলত রংপুরের বাসিন্দা। কিন্ত তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। বিয়ে করেছেন, চাঁদপুরের মতলব উত্তরে।
মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি নিয়ন্ত্রন নিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে কাউকে বের হতে বা ভেতরে যেতে নিষেধ করা হয়েছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, আক্রান্ত রোগীকে আজ শুক্রবারের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিশেষায়িত কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, এই প্রথম চাঁদপুরে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।
এদিকে, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গোটা চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন।