সরকারী সিদ্ধান্তে সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে৷ তবে শুক্র-শনি যোগ হওয়ায় ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত৷
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ছুটির মেয়াদ বাড়ানোর আভাস দেন৷ তার নির্দেশনা অনুযায়ী ছুটি বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে৷ পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ১১ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে৷
মঙ্গলবারই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে৷