চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন , তারা নতুন ধরণের ন্যানোমেটারিয়াল তৈরী করেছে যা শরীরে ধুকেই গিলে ফেলবে করোনা ভাইরাসকে ।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্যানুসারে আজ মঙ্গলবার (৩১ মার্চ, ২০২০) দুপুর পর্যন্ত COVID-19 এ আক্রান্ত ৭,৮৬,৯০৭ জন এবং মৃত্যু কমপক্ষে ৩৭,৮৪০ জনের।
এমন পরিস্থিতিতে চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক টুইটে নতুন করে আশার আলো পেয়েছে গোটা বিশ্ব। এতে বলা হয়েছে, করোনার মোকাবিলার জন্য হাতিয়ার প্রস্তুত। চীনা গবেষক দলের দাবি, এই ওষুধ প্রয়োগ করে ৯৬.৫ থেকে ৯৯.৯ শতাংশ পর্যন্ত সাফল্য পাওয়া গেছে।
Chinese scientists have developed a new weapon to combat the #coronavirus. They say they have found a nanomaterial that can absorb and deactivate the virus with 96.5-99.9% efficiency. pic.twitter.com/ESFUOoTuIX
— Global Times (@globaltimesnews) March 29, 2020
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের মোকাবিলার জন্য গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছেন যা শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস শুষে নেয় এবং এরপর তাকে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলে।
বৈজ্ঞানিকরা একে ভ্যাকসিন বা ওষুধ বলতে রাজি নন। তাদের মতে, এটি একটা জৈব অস্ত্র যাকে করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি করা হয়েছে। ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট করার কাজেও ব্যবহার করা হয়। করোনা ভাইরাসের মোকাবিলার ক্ষেত্রে এটা দেহে প্রবেশের পর শরীরের বাকি এনজাইমগুলোর মতোই কাজ করে। আর এতেই আসে সাফল্য।