ইজরায়েল পার্লামেন্ট এর এক কর্মকর্তার করোনা পজেটিভ ধরা পড়ার পর বেঞ্জামিন নেতানিয়াহু আজ সোমবার থেকে সেলফ আইসোলেশন এ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইজরায়েল এর ঐ কর্মকর্তার সান্যিধ্যে ছিলেন বেঞ্জামিন।
গতো ১৫ মার্চ বেঞ্জামিন করোনা পরীক্ষা করালে তখন নেগেটিভ আসে। এর পর এই কয়দিন বেশ নিশ্চিন্তেই ছিলেন। কিন্ত তার পএক কর্মকর্তার পজেটিভ ধরা পড়ার পর নেতানিয়াহুর কপালে ভাজ পড়ে।
উল্লেখ্য ইস্রায়েলে ৪,৩৭৭ জন করোনা রোগী শনাক্ত হয় ও ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রী সতর্ক করে দিয়েছিল যে, মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কয়েক হাজারের মধ্যে থাকতে পারে! নেতানিয়াহু সোমবার দেশের কিছু লোকের প্রস্তাবিত লকডাউন নিয়ে আলোচনা করার জন্য কর্মকর্তাদের ডেকে পাঠান।
ইজরায়েলী কর্মকর্তা জানালেন, নেতানিয়াহু চিকিত্সার পরামর্শ মেনে চলেছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশিরভাগ সভা করছেন।