ধর্ম অবমাননার অভিযোগ তুলে সিলেটের জিন্দাবাজারে যুবকের উপর হামলার ঘটনা ঘটে, এতে ধারালো অস্ত্রের আঘাতে ঐ যুবক মারাত্মকভাবে আহত হয়।
ফেসবুকে পোস্ট দিয়ে ধর্ম অবমাননা করছে এমন অভিযোগ তুলে এক যুবকের উপর হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত।
গত ১৫ অক্টোবর সিলেটের জিন্দাবাজার এলাকায় কাজী ম্যানশন এর সামনে রাত আনুমানিক নয়টায় কতিপয় দুর্বৃত্ত রাম দা, চাইনিজ কুড়াল, লাঠি এসব নিয়ে হামলা চালায় এক যুবকের উপর। হামলাকারীদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। হামলা করার সময় ফেসবুক পোস্ট এর কারণে হামলা করছে এমন বলতে শুনা যায়।
তবে হামলার সময় এলাকার অনেক মানুষ এগিয়ে আসায় বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই যুবক কে এলাকাবাসী উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। যুবকটি প্রাণে বাচলেও মারাত্মক জখমের স্বীকার হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অধিবাসীদের অনেকের সাথে কথা বলে জানা যায়, নগরের দারিয়াপারা এলাকার বাসিন্দা মোসলেউদ্দিন এর ছেলে জাহেদ(২৫) অনেক দিন ধরেই ফেসবুকে এবং প্রকাশ্যে ইসলাম এবং অন্যান্য ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে আসছে। এ নিয়ে স্থানীয় অধিবাসীদের সাথে মাঝে মাঝেই এই সমালোচনা বাক – বিতন্ডাতে রূপ নিত। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করেছিল অনেক দিন ধরেই।
এ ব্যাপারে সিলেটের কোতোয়ালী থানার ওসি আক্তার হোসাইন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি এ নিয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।