১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ জন খালাস, মুক্তি পেতে অপেক্ষা

news of bangla

চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৬ আসামি হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন। তবে বাবর এখনই মুক্তি পাচ্ছেন না, কারণ একই ঘটনায় আরেক মামলায় তার দণ্ড বহাল রয়েছে। এ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।