চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ছয়জনকে খালাস দিয়েছেন। উলফা কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। ২০০৪ সালের ঘটনায় ২০১৪ সালে বিচারিক আদালত বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছিল। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।