অস্ত্র মামলায় বাবরসহ ছয়জন খালাস

news of bangla

চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ছয়জনকে খালাস দিয়েছেন। উলফা কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। ২০০৪ সালের ঘটনায় ২০১৪ সালে বিচারিক আদালত বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছিল। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।