বিএনপি সংবিধান সংস্কারে ৬২ দফা প্রস্তাব জমা দিয়েছে

news of bangla

বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদসহ ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এসব প্রস্তাব হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি জানিয়েছে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে এসব প্রস্তাবনা দেওয়া হয়েছে। কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে বলে জানিয়েছে।