কুমিল্লার চান্দিনা সাবরেজিস্ট্রার নিরত ভরণ বিশ্বাসের বিরুদ্ধে ঘুসের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি অফিসের কর্মচারী, দালাল ও দলিল লেখকদের মাধ্যমে সেবাপ্রত্যাশীদের থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। প্রতি দলিল থেকে সরকারি ফির বাইরে ২ হাজার টাকা, নকলের স্বাক্ষরে ২শ টাকা, এবং টিপসই বাবদ ১শ টাকা নেন। মাসে প্রায় ৩০ লাখ টাকা ঘুস আদায় করে থাকেন বলে অভিযোগ রয়েছে। সাবরেজিস্ট্রার এসব অভিযোগ অস্বীকার করলেও জেলা রেজিস্ট্রার তদন্তের আশ্বাস দিয়েছেন।