রাজধানীর জলাবদ্ধতা সমস্যার সমাধানে ১৫টি খাল খনন করা প্রয়োজন বলে এক গবেষণায় উঠে এসেছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) জানিয়েছে, এই খালগুলো খনন করলে অবিরাম জলাবদ্ধতার ৮০% সমস্যা সমাধান হবে। চিহ্নিত ৯টি জলাবদ্ধতাপ্রবণ এলাকায় রূপনগর, কালশী, শেওড়াপাড়া, কলাবাগান, হাজারীবাগ, রামপুরা, সূত্রাপুর, ওয়ারী, এবং জুরাইন অন্তর্ভুক্ত রয়েছে। এ ব্যাপারে স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও রাজনৈতিক অঙ্গীকার জরুরি বলে জানিয়েছেন আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।