“১৫টি খাল খননে ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানের সম্ভাবনা”

newsofbangla flood

রাজধানীর জলাবদ্ধতা সমস্যার সমাধানে ১৫টি খাল খনন করা প্রয়োজন বলে এক গবেষণায় উঠে এসেছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) জানিয়েছে, এই খালগুলো খনন করলে অবিরাম জলাবদ্ধতার ৮০% সমস্যা সমাধান হবে। চিহ্নিত ৯টি জলাবদ্ধতাপ্রবণ এলাকায় রূপনগর, কালশী, শেওড়াপাড়া, কলাবাগান, হাজারীবাগ, রামপুরা, সূত্রাপুর, ওয়ারী, এবং জুরাইন অন্তর্ভুক্ত রয়েছে। এ ব্যাপারে স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও রাজনৈতিক অঙ্গীকার জরুরি বলে জানিয়েছেন আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।