হলান্ডের অসাধারণ গোল: ইব্রাহিমোভিচের স্মৃতি মনে করালো

newsofbangla

আর্লিং হলান্ডের অসাধারণ গোলটি জ্লাতান ইব্রাহিমোভিচের স্মৃতি মনে করিয়ে দেয়। গতকাল স্পার্তা প্রাগের বিপক্ষে ম্যাচে ডান প্রান্ত থেকে আসা ক্রসে শূন্যে লাফিয়ে পায়ের পেছনের অংশ দিয়ে ভলি গোল করেন হলান্ড। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, "এমন গোল একজন মানুষের পক্ষে স্বাভাবিক নয়।" হলান্ড আরও একটি গোল করে চ্যাম্পিয়নস লিগে ৪২ ম্যাচে ৪৪ গোলের রেকর্ড গড়েছেন, সিটি ২৬ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও স্থাপন করেছে।