বাংলাদেশ নারী দল আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। মিরপুরে আগে ব্যাট করে ১৮৫ রানে অলআউট হয় আইরিশরা। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন সর্বোচ্চ তিন উইকেট নেন। ১৮৬ রানের লক্ষ্যে ফারজানা হক ও শারমিন আক্তারের ১৪৩ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। অধিনায়ক নিগার সুলতানা অপরাজিত ১৮ রান করে জয় নিশ্চিত করেন।