ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৩৮, আলমাতে নিহত ২৩

news of bangla

ইসরায়েলের একাধিক হামলায় গতকাল রোববার লেবাননে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে আলমাত গ্রামের একটি হামলাতেই প্রাণ হারান ২৩ জন। জবেইল অঞ্চলের এই গ্রামটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। লড়াই তীব্র হওয়ায় ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননের সিডনে তিন চিকিৎসাকর্মীও নিহত হয়েছেন। গত শনিবারও ইসরায়েলি হামলায় ৫৩ জনের প্রাণহানি ঘটে।