আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

news of bangla

কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার বিচার আজ শিয়ালদহের সিবিআই আদালতে শুরু হচ্ছে। মামলায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলাটির তদন্ত চলমান এবং বিভিন্ন তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যজুড়ে এই বর্বর ঘটনার প্রতিবাদ অব্যাহত রয়েছে।