২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য সরকার জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে। সোমবার হাইকোর্টে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, কমিশনের বিষয়টি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে। আদালত এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপনের নির্দেশ দিয়েছে। রিটকারীদের পক্ষে হাইকোর্ট ৬ নভেম্বর কমিশন গঠনের অনুরোধের নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়। ২৫ ফেব্রুয়ারিকে 'শহিদ সেনা দিবস' হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়েও রুল জারি হয়েছে।