ধর্ম মন্ত্রণালয় আগামী বছরের (২০২৫) হজে যেতে ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে। মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দের কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে। নিবন্ধন শেষ না হলে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না, যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।