ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভিসা সেবাসহ সব কার্যক্রম স্থগিত থাকবে। হামলার ঘটনায় ভারতের উগ্রপন্থিদের বিরুদ্ধে সাতজনকে গ্রেপ্তার এবং চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এই হামলা সংঘটিত হয়।