সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণের নিন্দা তারেক রহমানের

news of bangla

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কিছু আওয়ামী সমর্থকের অশোভন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের শিষ্টাচার-বহির্ভূত আচরণ দেশের সম্মান ও আত্মমর্যাদায় আঘাত হানে। তারেক রহমান আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে আওয়ামী লীগের আদর্শে আক্রমণাত্মক আচরণ চালিয়ে গণতন্ত্রকামী ব্যক্তিদের হয়রানি করছে। তিনি এই আচরণের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশগুলোর আইন বিভাগকে জানাতে আহ্বান জানান এবং গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হতে অনুরোধ করেন।