সালমান খানের বাবার দাবি: ‘ছেলে কৃষ্ণসার হরিণ শিকার করেননি’

newsofbangla

ভারতের এনসিপি নেতা বাবা সিদ্দিকের হত্যার পর সালমান খানের পরিবার উদ্বেগে আছে। সালমানের বাবা সেলিম খান অভিযোগ করেছেন যে, সালমান কখনো কোনো প্রাণী শিকার করেননি এবং ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, ক্ষমা চাওয়ার মানে হলো অপরাধ স্বীকার করা, যা সালমান কখনো করেননি। সেলিম আরও জানান, সালমানের প্রতি যে ভয় দেখানো হচ্ছে, তা বাবার হত্যার সঙ্গে সম্পর্কিত নয়।