সাত কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন: স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি

newsofbangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ২১ অক্টোবর মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ঢাকা কলেজের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল করে সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেতে গিয়ে আবার ফিরে আসেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর বৈষম্যের শিকার হচ্ছেন। তাই তাঁরা সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়েছেন।