সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে ৬ মাসের নির্দেশ হাইকোর্টের

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত আগামী ছয় মাসের মধ্যে শেষ করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ বুধবার এ আদেশ দেন। ৩০ সেপ্টেম্বর টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় আদালত এবং র‌্যাবকে মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। সাগর-রুনি ২০১২ সালে রাজধানীতে খুন হন।