বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক ক্রিকেট অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে তার ও পরিবারের ব্যাংক তথ্য তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিবের দেশে ফেরার সম্ভাবনা অনিশ্চিত। সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি।