দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল সাকিব আল হাসানের, তবে নিরাপত্তাজনিত কারণে তিনি দেশে ফিরতে পারেননি। এ অবস্থায় সাকিবের পাশে থাকার আহ্বান জানালেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার টেস্টের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “সাকিব ভাই কিংবদন্তি। আমরা সবাই তার পাশে থাকা উচিত।” টেস্টে ৯৭ রান করা মিরাজ জানান, সাকিবের জায়গায় তিনি নন, বরং সাকিবই সাকিব।