পঞ্চগড়ের সাবেক রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম সুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আল আমিন হত্যা ও গুমের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের আদালত এই আদেশ দেন। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আল আমিনকে গত আগস্টে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। মামলার তদন্তে রিমান্ড আবেদন আসার কথা রয়েছে।