রাজধানীর উত্তরায় ফজলুল করিম হত্যার ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফজলুল করিম গত ৫ আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, যার মধ্যে মামুন ছয় নম্বর আসামি। তদন্তের স্বার্থে ডিবির আবেদনে রিমান্ডের আদেশ দেন আদালত।