বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। বৈঠকে তারা সামরিক সহযোগিতা, যৌথভাবে হাসপাতাল নির্মাণ, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও প্রশিক্ষণ বিনিময় বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও সন্ত্রাস প্রতিরোধে যৌথ মহড়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।