ভারতের উত্তরপ্রদেশে স্বামীকে খুন করে দুর্ঘটনার গল্প সাজানোর চেষ্টা করেছিলেন রাধা দেবী। প্রেমিক কানহাইয়া কুমার, বাবা, ও ভাইয়ের সহায়তায় তিনি এই অপরাধ করেন। কিন্তু ছয় বছর বয়সী সন্তানের সাক্ষ্যে সত্য ফাঁস হয়ে যায়। আদালত রাধা, তার প্রেমিক, বাবা ও ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০২২ সালের এই ঘটনার ময়নাতদন্তে স্বামীর মাথায় গুলির চিহ্ন পাওয়ার পর তদন্তকারীরা খুনের চক্রান্ত উদঘাটন করেন।