স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি মো: আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ এ আদেশ দেন।বাবুল আক্তারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, তিনি অন্য মামলাগুলোতেও জামিনে আছেন। আজকের আদেশে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। আদালত এ বিষয়ে স্থায়ী জামিনের রুলও জারি করেছেন।