চট্টগ্রামে এপিপি সাইফুল ইসলাম হত্যাকাণ্ড: সন্দেহভাজন ছয়জন শনাক্ত

news of bangla

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ছয়জন সন্দেহভাজনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের মধ্যে সহিংসতা ছড়ায়। ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় সদস্যও রয়েছেন।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।