পদত্যাগের পরও নিজেকে বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ দাবি করেছেন শেখ হাসিনা, যা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ের পর অভিনন্দন জানালেও, দেশে ফিরতে পারেননি। ভারতেও তিনি আশ্রয় নিয়েছেন, তবে সেখানে তাকে কী মর্যাদায় রাখা হয়েছে, তা নিয়ে স্পষ্ট বক্তব্য দেয়নি ভারত সরকার। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনা ‘সাবেক প্রধানমন্ত্রী’ হিসেবেই পরিচিত।