বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাকর্মকর্তাদের হত্যার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়েছে। ১৫ বছরে জামায়াতসহ বিরোধী দলগুলোর ওপর অত্যাচার ও নির্যাতনের অভিযোগ করেন তিনি। জামায়াতের নেতারা আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন, অন্যায় দেখলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলেন।