শাহরুখ খান ও গৌরী খানের সম্পর্ক দীর্ঘদিন ধরে মজবুত। গৌরী সম্প্রতি "কফি উইথ করন" অনুষ্ঠানে শাহরুখের সহজ স্বভাবের প্রশংসা করেন, বলেন তিনি খুব সহজে মানিয়ে নিতে পারেন। তাদের সম্পর্ক কখনোই চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি এবং গৌরী শাহরুখকে নিয়ে গর্বিত। তিনি বলেন, শাহরুখ অহঙ্কারহীন, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করে।