সিলেটে শিশু মুনতাহা হত্যার ঘটনায় ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড আদেশ দেন। আসামিরা হলেন কানাইঘাটের আলিফজান, শামীমা বেগম মার্জিয়া, ইসলাম উদ্দিন ও নাজমা বেগম। মুনতাহার বাবা শামীম আহমদ হত্যা মামলা দায়ের করার পর তদন্তে শামীমা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে গলা টিপে ও বস্তাচাপা দিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গুমের উদ্দেশ্যে ডোবায় রাখা হয়।