বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের

news of bangla

বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে ৩২ বছর বয়সী এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ করেছেন। মুম্বইয়ের খার থানায় এফআইআর দায়ের করেছেন তরুণী, যেখানে অভিযোগ করা হয়েছে যে, অভিনয়ের টোপ দিয়ে শরদ তরুণীকে তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে গিয়ে তরুণী জানতে পারেন, এটি আসলে শরদের বাসা। পরে অভিযোগ, শোয়ার ঘরে তাকে আপত্তিজনকভাবে স্পর্শ করা হয় এবং সন্ধ্যায় শরদ আবার তাকে অশ্লীল বার্তা পাঠান। এর পর তরুণী থানায় মামলা দায়ের করেন।