বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত গুম তদন্ত কমিশন শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুমের ঘটনা উন্মোচনে অনুসন্ধান চালাচ্ছে। কমিশনের তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৬০০ গুমের অভিযোগ জমা পড়েছে। বেশ কয়েকটি গোপন বন্দিশালা এবং র্যাব ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এ বিষয়ে কমিশন দ্রুত রিপোর্ট দাখিলের প্রতিশ্রুতি দিয়েছে।